Logo Logo

বাকেরগঞ্জে কান্তা হাসান বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব ও স্কুল ড্রেস বিতরণ


Splash Image

বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জমকালো পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

গারুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিঠা উৎসব আয়োজক কমিটির সভাপতি এসএম কাইউম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় বাঙালির ঘরে ঘরে শীতের সকালে পিঠা তৈরির যে আনন্দ উদ্দীপনা ছিল, আধুনিক সভ্যতার ব্যস্ততায় তা আজ হারিয়ে যেতে বসেছে। এই পুরনো সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এবং শিক্ষার্থীদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দিতেই এই ব্যতিক্রমী আয়োজন।

পৌষের শেষে আয়োজিত এই পিঠা উৎসবে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উৎসবে ছাত্রীদের নিজেদের হাতে তৈরি বাহারি সব পিঠার মোট ২৫টি স্টল প্রদর্শন করা হয়। স্টলগুলোতে নকশি পিঠা, পুলি, চিতই, পাটিসাপটাসহ গ্রামবাংলার বিলুপ্তপ্রায় নানা পদের পিঠার সমারোহ দেখা যায়।

পিঠা উৎসবের পাশাপাশি এদিন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করা হয়। প্রধান অতিথি তন্ময় হালদার শিক্ষার্থীদের হাতে এই ড্রেস তুলে দেন। উৎসবমুখর পরিবেশে নতুন পোশাক পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন। প্রতি বছর এমন আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সাংস্কৃতিক চর্চা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...