Logo Logo

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শিক্ষা বিষয়ক সেল’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘শিক্ষা বিষয়ক সেল’-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শহরের এনজিও ফোরামে আয়োজিত এই সভায় সংগঠনের জেলা আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে শিক্ষা বিষয়ক সেলের কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরা হয়।


বিজ্ঞাপন


সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আবরার শিফাক, মুখপাত্র কাজী জেবা তাহসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিচিতি সভায় বক্তারা ফরিদপুর জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান কম্পিউটার ও আইসিটি ল্যাব কার্যকর করা, কারিগরি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি উদ্বুদ্ধ করা, জেলা স্কুলসহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় লটারি ব্যবস্থা বাতিল করা, সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ছাত্রসমাজকে সংগঠিত ভূমিকা রাখতে হবে। শিক্ষা বিষয়ক সেল ভবিষ্যতে এসব দাবির বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে বলেও জানান তারা।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির ওহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...