বিজ্ঞাপন
গত শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজারে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী নারী গত সোমবার (১২ জানুয়ারি) গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন (পিটিশন নম্বর- ১২/২০২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জকে (ওসি) এফআইআর হিসেবে গণ্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বৃষ্টি আক্তার (ছদ্মনাম) গত শনিবার সন্ধ্যায় ইজিবাইক যোগে তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে খায়েরহাট এলাকার অহিদুজ্জামান তালুকদারের নেতৃত্বে একদল যুবক তার গতিপথ রোধ করে। অভিযুক্তরা ভুক্তভোগীর মাথায় পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক ঘোনাপাড়া বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে এই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তরা তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার হয়ে ওই নারী কাশিয়ানী থানায় মামলা করতে গেলেও থানা কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
অভিযুক্তরা হলেন: ১. অহিদুজ্জামান তালুকদার (৪৫), পিতা: মৃত খবির তালুকদার। ২. সান্টু মোল্লা (৪০), পিতা: মৃত শাজাহান মোল্লা। ৩. হৃদয় (২৬), পিতা: জাহাঙ্গীর ওরফে কালু। ৪. ইমন (২৮), পিতা: মুন্নু। ৫. অসীম ফকির (৩৮), পিতা: দুলু ফকির।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্যা জানান, মূল অভিযুক্ত অহিদুজ্জামান তালুকদারের বিরুদ্ধে গত ৫ জানুয়ারিও ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছিল (পিটিশন নং- ০৫/২০২৬), যা বর্তমানে পিবিআই তদন্ত করছে। পূর্বের মামলার রেশ কাটতে না কাটতেই এই ভয়াবহ অপহরণ ও গণধর্ষণের ঘটনা ঘটলো।
শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী নারী কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার সাথে যে অন্যায় হয়েছে, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। অপরাধীদের বিচার হোক যেন আর কোনো বোনকে এমন পরিস্থিতির শিকার হতে না হয়।”
আদালতের নির্দেশের পর কাশিয়ানী থানা পুলিশ মামলার নথিপত্র হাতে পেলে দ্রুত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...