বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক অভিযানে এই অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
মামলার বিবরণী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮০ সালে পাইকগাছায় বিনোদনের উদ্দেশ্যে ‘মধুমিতা পার্ক’ প্রতিষ্ঠিত হয়। তবে ২০০৪ সালে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি পার্কের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ‘মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি’ গঠন করে ব্যাপক আন্দোলন ও সংগ্রাম শুরু করেন।
দখলদারদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা সহকারী জজ আদালতে মামলা করা হলে আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু সেই আদেশ অমান্য করে দোকানঘর নির্মাণ ও ব্যবসা অব্যাহত রাখলে, সংরক্ষণ কমিটি ২০০৫ সালে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন (নং-৩৫৯০/০৫) দায়ের করেন। ওই বছরের ২৪ মে হাইকোর্ট পার্কের অভ্যন্তরে সকল অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন।
আদালতের নির্দেশনা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত থাকায় পরবর্তীতে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা (কনটেম্পট পিটিশন ১০২/২২) দায়ের করেন। এর প্রেক্ষিতে ২০২৩ সালের ১৩ মার্চ মহামান্য হাইকোর্ট ২০ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পার্কটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেন।
হাইকোর্টের এই আদেশের পর ২০২৩ সালের ২০ মে তৎকালীন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে ৩০টি পাকা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হলেও রাজনৈতিক প্রভাবের কারণে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিন তলা বিশিষ্ট দলীয় কার্যালয়টি অক্ষত থেকে যায়।
দলটি ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় গত ২ বছর ৮ মাস ভবনটি উচ্ছেদে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী।
অভিযান শেষে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে জানান, দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে চলা এই দখলের অবসান ঘটায় পার্কটি পুনরায় তার পুরনো রূপ ফিরে পাবে বলে তারা আশাবাদী।
প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...