Logo Logo

মনোহরদীতে চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. এ. মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দীন সরকার বাদল প্রমূখ।

গণশুনানিতে ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি তুলে ধরার সুযোগ পান সেবাপ্রত্যাশীরা। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা মনোযোগসহকারে অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সমাধানের আশ্বাস দেন।

সকলের প্রাণবন্ত অংশগ্রহণ ও সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে গণশুনানি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা এ ধরনের গণশুনানির মাধ্যমে ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...