বিজ্ঞাপন
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন যে একটি আমদানিকৃত চালানে ঘোষণাবহির্ভূত পণ্য আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় কাঁচামালের ইয়ার্ডে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হান জানান, সাধারণ মাছ আমদানির ঘোষণা থাকলেও পরীক্ষা করার পর সেখানে ইলিশ মাছ পাওয়া গেছে। বর্তমানে মাছ গণনার কাজ চলছে। গণনা শেষ হলে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা সম্ভব হবে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা এই পণ্য চালানের আমদানিকারক 'শান্ত' নামের এক ব্যক্তি এবং পণ্যটি খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট 'লিং ইন্টারন্যাশনাল'।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির মাধ্যমে রাজস্ব ফাঁকির এই চেষ্টার বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...