Logo Logo

৫ম বারের মতো গোপালগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ‘বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ’


Splash Image

গোপালগঞ্জ জেলা পর্যায়ে আবারও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে টুঙ্গিপাড়ার বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ (সাবেক খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ)। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়। এ নিয়ে প্রতিষ্ঠানটি পঞ্চমবারের মতো জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করল। পাশাপাশি টানা নবমবারের মতো টুঙ্গিপাড়া উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মো. আকরামুজ্জামান স্কুল পর্যায়ে জেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষা বিস্তার ও শিক্ষাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জেলা পর্যায়ে পাঁচবার এবং উপজেলা পর্যায়ে নয়বার এ কৃতিত্ব অর্জন করেছেন।

টুঙ্গিপাড়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসংলগ্ন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানটির অবস্থান। স্থানীয়ভাবে শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে আসছে।

অধ্যক্ষ মো. আকরামুজ্জামান জানান, চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য ও তাৎক্ষণিক অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। মোট ১৬টি ইভেন্টের মধ্যে ৯টিতে এককভাবে এবং ৪টিতে দলীয়ভাবে—মোট ১৩টি বিষয়ে প্রথম স্থান লাভ করে প্রতিষ্ঠানটি, যা জেলার মধ্যে কোনো একক শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ অর্জন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা। নিয়মিত বিতর্ক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে এবং ফলাফলের দিক থেকেও প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে ধারাবাহিকভাবে সেরা অবস্থান ধরে রেখেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন জানান, চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে বাঘিয়ার ঘাট স্কুল অ্যান্ড কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মো. আকরামুজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য ধরে রেখেছে। এর ফলে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে অধ্যক্ষ মো. আকরামুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সভাপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই শিক্ষানুরাগী ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ। তাঁদের দায়বদ্ধতা ও আন্তরিকতায় ধীরে ধীরে এ প্রতিষ্ঠানটি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। শ্রেষ্ঠত্বের এই স্বীকৃতি আমাদের কাজের গতি ও অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...