Logo Logo

শিবচরে এক্সপ্রেসওয়েতে ডাকাতি হওয়া ৪৬২ পিস সিলিন্ডার উদ্ধার


Splash Image

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাকের গতিরোধ করে চালক ও হেল্পারকে কুপিয়ে ডাকাতি হওয়া ৪৬২ পিস খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি) পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৪৬২ পিস খালি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি মাদারীপুর জেলার শিবচর থানাধীন দত্তপাড়া ইউনিয়নের বাচামারা নামক এলাকায় (আড়িয়াল খাঁ ও সূর্য নগর ব্রিজের মধ্যবর্তী এক্সপ্রেসওয়ে) পৌঁছালে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিকআপ ভ্যান দিয়ে ট্রাকটির গতিরোধ করে।

ডাকাতরা ট্রাকের ড্রাইভার আসলাম খান ও হেল্পার রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে নিজেদের গাড়িতে তুলে নেয়। পরবর্তীতে ডাকাত দল ৪৬২ পিস সিলিন্ডার, ট্রাক ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।

মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হকের নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং সোর্স নিয়োগের মাধ্যমে ডাকাতদের অবস্থান শনাক্ত করে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ডাকাত দলের অন্যতম সদস্য আতিকের বাড়ি শনাক্ত করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিক তার পরিবারসহ ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আতিকের বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে লুণ্ঠিত ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিলিন্ডারগুলোর মধ্যে ৫০টি সিলিন্ডার দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

শিবচর থানা পুলিশ জানিয়েছে, লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হলেও ডাকাতরা বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...