বিজ্ঞাপন
আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা মূলত খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, এই ব্যক্তিরা পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর উত্তরপ্রদেশের আগ্রা কারাগারে দীর্ঘ তিন বছর সাজা ভোগ করেন তারা। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে, বিএসএফ কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে পুশ ইন করে।
আটক হওয়া এসব ব্যক্তিদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বিএসএফের এমন কর্মকাণ্ডের পর ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...