Logo Logo

গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন


Splash Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১৭ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বুধবার (১৪ জানুয়ারি) ভোরে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা মূলত খুলনা ও যশোর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে এই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে শিবনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজিবি জানায়, এই ব্যক্তিরা পূর্বে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর উত্তরপ্রদেশের আগ্রা কারাগারে দীর্ঘ তিন বছর সাজা ভোগ করেন তারা। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে, বিএসএফ কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের চাড়ালডাংগা সীমান্ত দিয়ে পুশ ইন করে।

আটক হওয়া এসব ব্যক্তিদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও বিএসএফের এমন কর্মকাণ্ডের পর ওই এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...