Logo Logo

বরিশালে গঠিত হলো নতুন নগর উন্নয়ন কর্তৃপক্ষ


Splash Image

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৫ এর ক্ষমতা বলে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। একই সঙ্গে রংপুর ও ময়মনসিংহ নগর উন্নয়ন কর্তৃপক্ষও গঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে তিনটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন দেয়।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বরিশাল, রংপুর ও ময়মনসিংহের সন্নিহিত এলাকার সমন্বয়ে আধুনিক ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পরিবেশের ভারসাম্য বজায় রেখে অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এবং উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই নতুন কর্তৃপক্ষগুলোর প্রধান কার্যক্রম হবে।

এছাড়া প্রযুক্তিনির্ভর অবকাঠামো উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং দীর্ঘমেয়াদি টেকসই নগর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করাও এ উদ্যোগের অংশ।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বরিশাল, রংপুর ও ময়মনসিংহ নগরের জন্য আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের অধ্যাদেশ জারি করা হয়। তারই ধারাবাহিকতায় চলতি জানুয়ারিতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকরভাবে কর্তৃপক্ষগুলোর যাত্রা শুরু হলো।

এই তিনটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ যুক্ত হওয়ায় বর্তমানে দেশে মোট উন্নয়ন কর্তৃপক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ৯টি। এর মধ্যে রয়েছে রাজধানী ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ছাড়াও কক্সবাজার, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ।

নগর বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন উন্নয়ন কর্তৃপক্ষগুলোর কার্যকর পরিকল্পনা ও সুশাসন নিশ্চিত করা গেলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং নাগরিক জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...