Logo Logo

ফরিদপুরে বৈষম্য বিরোধী ‌ ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদের চিহ্নিত দোসর আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী সন্ত্রাসীদের রাজনৈতিক দলে পুনর্বাসনের প্রতিবাদে বুধবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যায় এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমামুদ্দিন স্কয়ারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব আনিসুর রহমান সজল।

বক্তারা তাদের বক্তব্যে গত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরেন। তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বিরোধী মতের মানুষদের ওপর হামলা ও মামলা করেছে, সেই নির্যাতনের ইতিহাস ভুলে গিয়ে এখন তাদের দলে ভেড়ানো অত্যন্ত লজ্জাজনক।

বক্তারা আরও বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রায় ১৪০০ মানুষের রক্তের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে।

সমাবেশে বক্তারা স্পষ্ট করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সুবিধাভোগী ব্যবসায়ী আরিফুর রহমান দোলন ও আবুল বাশার খানকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে তাদের প্রতিহত করা হবে।

একই সঙ্গে তারা এসব ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে প্রশাসনের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

এছাড়া বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ আদনান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিও জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...