Logo Logo

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ইউএনও


Splash Image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের সচেতন করতে ও গণভোট সম্পর্কে বিশেষ প্রচার অভিযানে ব্যস্ত সময় পার করছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি ) দুপুরে ইউএনও এর নেতৃত্বে উপজেলা সদরের বিলাইছড়ি বাজার এলাকায় এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্থানীয় জনসাধারণের মাঝে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মাইকিং করা এবং লিফলেট বিতরণ করা হয়।

প্রচারণা কার্যক্রমে অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব সালেহ আহমদ ভুঁইয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা এবং ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সুনীল কান্তি দেওয়ান প্রমূখ ।

প্রচারণা শেষে একই এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে ইসহাক স্টোর, সাইফুল স্টোর এবং সুমন স্টোরকে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...