Logo Logo

শিক্ষা কর্মকর্তা-শিক্ষক লাঞ্ছিত ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঁদা না পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের লাঞ্ছিত ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ, নবীন কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, মনিরুল হাসান বুলবুল, শিক্ষক শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ, মামুনুর রশিদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ সম্প্রতি কাশিয়ানীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে যে ধরনের লাঞ্ছনা ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। ঘটনার মূল হোতা চাঁদাবাজ লিটন শিকদারকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, কর্মকর্তা ও শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তারা ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন, গত ২২ অক্টোবর লিটন শিকদার নামে এক যুবক কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।

এরপর মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ওই যুবক কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নানা প্রশ্ন তুলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারকে মারধরের চেষ্টা করেন। এ সময় মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ বাধা দিলে তাকে ধাক্কা দেওয়া হয়।

পরবর্তীতে অভিযুক্ত লিটন শিকদার সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখের কক্ষে গিয়ে তাকে এবং অপর সহকারী শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায়কে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার পর ভুক্তভোগীরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ ঘটনায় কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় লিটন শিকদারকে আসামি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত লিটন শিকদারকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...