Logo Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কোটালীপাড়া পৌরসভা পরিদর্শন করলেন নবাগত ডিডিএলজি মো. আশ্রাফুল ইসলাম


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের নবযোগদানকৃত উপপরিচালক (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তিনি কোটালীপাড়া পৌরসভায় পৌঁছালে কোটালীপাড়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সাগুফতা হক তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) কোটালীপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে এক সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পৌর প্রশাসক, পৌর কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কোটালীপাড়া পৌরসভার সাবেক পৌর প্রশাসক (অঃ দাঃ) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা পীযূষ কান্তি বিশ্বাস, সরকারি প্রকৌশলী রাজীব ভক্ত, উপ-সহকারী প্রকৌশলী মো. মাজাহারুল ইসলাম ও ফয়সল আমিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...