Logo Logo

ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


Splash Image

ফরিদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে কলেজের নিজস্ব ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম আবদুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ নুরুল হুদা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম এবং উপদেষ্টার দায়িত্ব পালন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. খালিদুজ্জামান।

সকাল থেকেই কলেজের ছাত্রীদের অংশগ্রহণে ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। দৌড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস. এম আবদুল হালিম বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহ-শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। সারদা সুন্দরী মহিলা কলেজ এই ধারাবাহিকতা বজায় রেখে নারী শিক্ষা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।"

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাতিন আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে আনন্দঘন এই সময় উপভোগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...