বিজ্ঞাপন
আহতরা হলেন— সোয়ানীপাড়া গ্রামের ভবানী শংকর পোদ্দারের ছেলে সমীর পোদ্দার (৪৭) ও তাঁর স্ত্রী লিপিকা পোদ্দার (৪০)। বর্তমানে তাঁরা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সমীর পোদ্দার জানান, প্রায় ১২ বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি ক্রয় করেন তিনি ও প্রতিবেশী কিশোর পোদ্দার। পরবর্তীতে সেই ডোবা ভরাট করে বাড়ি নির্মাণ করে সমীর পোদ্দার বসবাস করে আসছিলেন। তবে দুই বছর আগে ওই জমির পাশ দিয়ে একটি রাস্তা নির্মিত হওয়ার পর থেকে কিশোর পোদ্দার জমিটি এককভাবে দখলের চেষ্টা শুরু করেন।
এই বিরোধ নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে এবং আদালত ওই বিতর্কিত জমিতে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন।
বুধবার সন্ধ্যায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিশোর পোদ্দার ও তাঁর লোকজন ওই জমিতে কাজ শুরু করলে সমীর পোদ্দারের স্ত্রী লিপিকা পোদ্দার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর ও তাঁর সহযোগীরা লিপিকাকে মারধর শুরু করে। খবর পেয়ে সমীর পোদ্দার ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে হামলাকারীরা রামদা দিয়ে তাঁকে আঘাত করতে উদ্যত হয়। এসময় স্বামীকে রক্ষা করতে লিপিকা পোদ্দার এগিয়ে গেলে রামদায়ের কোপে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোল্যা আফজাল হোসেন জানান, "ঘটনাটি সম্পর্কে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...