বিজ্ঞাপন
বুধবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জেলা ওলামা দলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেশের এই বরেণ্য রাজনীতিক। তাঁর প্রয়াণের পর দেশব্যাপী চলমান শোক কর্মসূচির অংশ হিসেবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর। শোকাতুর কণ্ঠে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও আপসহীন সংগ্রামের প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারিয়েছে। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর এই আদর্শই হবে আমাদের আগামী দিনের পথচলার পাথেয়।”
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং বাংলাদেশে পূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও মোনাজাত করা হয়।
গোপালগঞ্জ জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মাওলানা সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। তাঁরা বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...