Logo Logo

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক


Splash Image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে জোট নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এই বৈঠকগুলো মূলত রাজনৈতিক সৌজন্য এবং পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।

প্রথমে ১২ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করিম, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, বাংলাদেশ এলডিপির এমএ বাসার, ইসলামিক পার্টির আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির আমিনুল ইসলাম এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) ফিরোজ মুহাম্মদ লিটন।

এরপর সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদেকী, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ডেমোক্রেটিক লীগের (ডিএল) খোকন চন্দ্র দাস এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন সোহেল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আজকের বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের নির্বাচন প্রক্রিয়া, সংস্কার এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ধ্যায় যমুনায় এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং আসে কি না, সেদিকেই এখন সবার নজর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...