Logo Logo

নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশসহ আটক ৬


Splash Image

নোয়াখালীর সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে ২ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যানঘাট সড়কের মান্নান বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুটি পিকআপ ভ্যানে জাটকা ইলিশ পরিবহনকালে হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। জব্দকৃত মাছের পরিমাণ ২ হাজার ৫০০ কেজি।

গ্রেপ্তারকৃতরা হলেন— সুবর্ণচর উপজেলার মো. আরিফ (২৫), মো. মাসউদ (২৯), মো. আকবর হোসেন সবুজ (৩৪), মো. সালাউদ্দিন (৩৫), মো. নুরুল হুদা (৩৫) এবং মো. জাবেদ হোসেন (৩০)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৪/৫ ধারায় আসামিরা নিজেদের দোষ স্বীকার করায় আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে প্রত্যেকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. আশরাফ উদ্দিন জানান, দণ্ডিতরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। জব্দকৃত ২ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশ পরবর্তীতে স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জাটকা নিধন রোধে এবং মৎস্য সম্পদ রক্ষায় জেলা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...