Logo Logo

টুঙ্গিপাড়ায় ইজিবাইক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৭


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী ইজিবাইক ও মাহেন্দ্রর মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন যাত্রী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন মাস বয়সী শিশুটির নাম ঋষি মজুমদার। সে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় আহত ৭ জনের মধ্যে ৪ জনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটালীপাড়া থেকে একটি যাত্রীবাহী মাহেন্দ্র টুঙ্গিপাড়ার দিকে আসছিল। একই সময়ে জোয়ারিয়া থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক কোটালীপাড়ার মাঝবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ি দুটি চাপরাইল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই শিশু ঋষির মৃত্যু হয়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আইয়ুব আলী বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুটি মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...