Logo Logo

নড়াইলের কালিয়ায় বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণে শিশু আহত


Splash Image

নড়াইল জেলার কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড় বাজার এলাকায় পরিত্যক্ত ব্যাগে থাকা বোমা সদৃশ্য বস্তু বিস্ফোরণে ১১ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

আহত শিশুর নাম মো. আলিফ মোল্লা (১১)। সে নড়াগাতী থানার জয়নগর গ্রামের বাসিন্দা বাচ্চু মোল্লার ছেলে। বর্তমানে সে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ছোট কালিয়া মোড় বাজারের একটি দোকানের পেছনে সহপাঠীদের সঙ্গে খেলছিল আলিফ। খেলার একপর্যায়ে সেখানে পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে সুতলি বেরিয়ে থাকতে দেখে সে কৌতূহলবশত তা ধরে টান দেয়। সঙ্গে সঙ্গেই ব্যাগের ভেতরে থাকা বোমা সদৃশ্য বস্তুটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে এবং আলিফের পায়ের হাঁটুর পেছনের অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

বিস্ফোরণের শব্দ শুনে বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় আলিফকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির চিকিৎসা চলছে এবং তার ক্ষতস্থানে প্রয়োজনীয় ব্যান্ডেজ ও ওষুধ দেওয়া হয়েছে।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে কালিয়া উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকা ও আশপাশে তল্লাশি চালিয়ে নতুন করে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক আলামত পায়নি।

কালিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, আহত শিশুর সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। ঘটনার নেপথ্যে কোনো অশুভ উদ্দেশ্য আছে কি না এবং কারা এই বিস্ফোরক সেখানে ফেলে রেখেছিল, তা উদঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁদের আশঙ্কা, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার উদ্দেশ্যে কোনো কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই বোমা ফেলে রাখতে পারে। দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...