Logo Logo

টপ সয়েল কাটায় রায়পুরে জরিমানা ও শ্যালো পাম্প জব্দ


Splash Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মাটি কাটায় ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি এবং চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।

অভিযান চলাকালে সরকারি অনুমতি ব্যতীত ফসলি জমির টপ সয়েল কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট একজনকে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া অপরাধে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশের একটি চৌকস দল।

সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেন, “জনস্বার্থ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃষি জমি রক্ষায় নিয়মিত এমন তদারকির দাবি তুলেছেন।

প্রতিবেদক- মাহমুদ সানি, লক্ষ্মীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...