Logo Logo

নিলক্ষিয়ায় মাতৃত্বভাতা অভিযোগের নিষ্পত্তি: সমাধানের তথ্য না জানানোর কথা স্বীকার ভুক্তভোগীদের


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা নিয়ে যে অভিযোগ উঠেছিল, তা প্রায় ১৫ দিন আগেই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীরা। তবে সমাধানের বিষয়টি গণমাধ্যমকে জানানো না হওয়ায় পুরোনো অভিযোগের ভিত্তিতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে সংবাদ প্রচার হয়েছে।


বিজ্ঞাপন


ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযোগের প্রাথমিক পর্যায়ে ভুক্তভোগী নারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। ওই সাক্ষাৎকার দেওয়ার পর বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে এলাকার দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ—জিম্মাদার হিসেবে বাচ্চু মিয়াসহ—উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। আলোচনার পর প্রায় ১৫ দিন আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি হয়।

ভুক্তভোগীরা জানান, সমাধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট অর্থ তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। টাকা বুঝিয়ে দেওয়ার সময় একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন বসাক ভুক্তভোগীদের কাছে টাকা বুঝিয়ে দিতে দেখা যায়। তারা জানান, তখন বিষয়টি সম্পূর্ণভাবে মীমাংসিত হয়েছে বলে তারা নিশ্চিত হন।

ভুক্তভোগী নারীরা আরও বলেন, সমাধানের সময় তাদেরকে জানানো হয়েছিল যে, যেহেতু বিষয়টি নিষ্পত্তি হয়েছে, তাই গণমাধ্যমকে সে তথ্য জানানো প্রয়োজন। কিন্তু অনিচ্ছাকৃতভাবে তারা সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে এই সমাধানের বিষয়টি জানাতে পারেননি। এ প্রসঙ্গে তারা বলেন,

“আমরা আগে সাক্ষাৎকার দিয়েছিলাম। পরে এলাকার লোকজনের মাধ্যমে বিষয়টি সমাধান হয়ে গেছে। কিন্তু সমাধানের কথা সাংবাদিকদের না জানানো আমাদের ভুল হয়েছে।”

এ বিষয়ে ইউপি সদস্য মো. আশরাফুল ইসলাম বলেন,

“অভিযোগ ওঠার পর এলাকাবাসীর মধ্যস্থতায় বিষয়টি সমাধান করা হয়েছে। টাকা ফেরতের বিষয়টি ভিডিওসহ প্রমাণ রয়েছে। তারপরও পুরোনো অভিযোগ নিয়ে সংবাদ হওয়ায় আমি বিব্রত।”

এলাকাবাসীর একাংশ মনে করছেন, সাক্ষাৎকার দেওয়ার পর অভিযোগের বিষয়টি নিষ্পত্তি হলেও সে তথ্য গণমাধ্যমকে যথাসময়ে জানানো না হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সমাধানের তথ্য সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হলে ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...