Logo Logo

ফরিদপুরের ভাটি কানাইপুরে গভীর রাতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট


Splash Image

ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকায় গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে কোতোয়ালি থানাধীন পশ্চিম ভাটি কানাইপুর গ্রামের আব্দুল আলী বেপারীর বসতবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ভাটি কানাইপুর গ্রামের আব্দুল আলী বেপারীর টিনশেড বিল্ডিংয়ের বসতঘরের বারান্দার গ্রিলের হ্যাজবোলের তালা ঝোলানোর কড়া ভেঙে চারজন ডাকাত ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে ডাকাতরা বাড়ির মালিক আব্দুল আলী বেপারীকে ঘুম থেকে ডেকে তোলে।

এ সময় তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরের টেবিলের ড্রয়ার ভেঙে নগদ দুই লাখ টাকা লুট করে নেয়। পাশাপাশি স্টিলের আলমারি ভেঙে বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা, যার আনুমানিক ওজন পাঁচ ভরি, নিয়ে যায় ডাকাতরা।

ডাকাতরা আব্দুল আলী বেপারীকে অজ্ঞান করার উদ্দেশ্যে চেতনা নাশক স্প্রে ব্যবহার করে। একই সঙ্গে ঘরে থাকা সকলকে জিম্মি করে ফেলে। এ সময় দুষ্কৃতিকারীরা আব্দুল আলী বেপারীর বৃদ্ধ মায়ের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ডাকাতরা হুমকি দিয়ে জানায় যে, বাড়ির চারপাশে তাদের আরও কয়েকজন সহযোগী অবস্থান করছে। ডাকাতদের সবার মাথা ও মুখ মাফলার দিয়ে পেঁচানো ছিল। তারা আনুমানিক ২০ থেকে ২৫ মিনিট বাড়ির ভেতরে অবস্থান করে।

চেতনা নাশক স্প্রে ব্যবহারের কারণে আব্দুল আলী বেপারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...