বিজ্ঞাপন
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সুগন্ধা নদীর সরই পয়েন্ট তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সরই ও বারইকরন এলাকার শতাধিক স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বারইকরন ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য খোকন হাওলাদার, সরই এলাকার বাসিন্দা শাহিন তালুকদার, আব্দুল কুদ্দুস, শাহজাহান তালুকদার, সোহরাব হোসেন, আব্দুল রশিদ মোল্লা ও জালাল উদ্দীন খান শাহিনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বছরের পর বছর ধরে সুগন্ধা নদীর ভাঙনে শত শত পরিবার তাদের বসতভিটা, আবাদি জমি ও জীবিকা হারিয়েছে। অনেক পরিবার একাধিকবার ঘরবাড়ি হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। নদী ভাঙনের কারণে শিক্ষা কার্যক্রম, কৃষিকাজ এবং স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিভিন্ন সময় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।
মানববন্ধন থেকে অবিলম্বে সুগন্ধা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...