Logo Logo

যশোর-২ আসনে সাবিরা সুলতানার মনোনয়ন বৈধ ঘোষণা


Splash Image

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার প্রার্থিতা নিয়ে দীর্ঘ টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) দুই দফা শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের আপিল আবেদনের প্রেক্ষিতে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সাবিরা সুলতানার পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট উজ্জ্বল হোসেন। অপরদিকে জহুরুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মামুন মাহাবুব।

উভয় পক্ষের যুক্তি ও তথ্য-প্রমাণ দীর্ঘক্ষণ পর্যালোচনার পর নির্বাচন কমিশন সাবিরা সুলতানাকে যোগ্য ও বৈধ প্রার্থী হিসেবে রায় প্রদান করে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, ইতিপূর্বে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে জানানো একটি অভিযোগও ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়ায় সাবিরা সুলতানার পথ সুগম হয়।

শুনানি চলাকালে নির্বাচন কমিশনে সাবিরা সুলতানার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুমন এবং যুবদল সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন কল্লোল।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর পছন্দের প্রার্থীর প্রার্থিতা ফিরে পাওয়ার সংবাদ ঝিকরগাছা ও চৌগাছা এলাকায় পৌঁছালে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইতে শুরু করে। ঝিকরগাছা ও চৌগাছার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।

সাবিরা সুলতানার প্রার্থিতা ফিরে পাওয়ায় এই আসনে নির্বাচনের আমেজ নতুন মাত্রা পেয়েছে। আইনি বাধা দূর হওয়ার পর এখন পূর্ণোদ্যমে প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর ফলে ঝিকরগাছা-চৌগাছা নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের সমীকরণ আরও জোরদার হলো বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...