বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘এনা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাসের তীব্র সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। এসময় পেছনে থাকা ‘ইউনিক পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারালে সেটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আমরা ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে উদ্ধারকাজ পরিচালনা করেছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...