Logo Logo

সব গণমাধ্যমই হুমকির মুখে আছে : নূরুল কবীর


Splash Image

গণমাধ্যমের ওপর হামলা ও অগ্নিকাণ্ডকে মধ্যযুগীয় বর্বরতা হিসেবে অভিহিত করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজকে এই গণমাধ্যমের ওপর হামলা হয়েছে, কাল আপনারটির ওপর হবে, পরশু আরেকটির ওপর। এমন পরিস্থিতিতে সব গণমাধ্যম সমানভাবে হুমকির মুখে আছে।”


বিজ্ঞাপন


শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি) আয়োজিত এক জরুরি গণমাধ্যম সম্মিলনে তিনি এসব কথা বলেন।

মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাধীন ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে এই সম্মিলনের আয়োজন করা হয়। সংবাদপত্রের মালিকদের সংগঠন ‘নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (নোয়াব) ও ‘সম্পাদক পরিষদ’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নূরুল কবীর বলেন, এটি কেবল ভবন বা প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং এটি সভ্য সমাজের জন্য কলঙ্ক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মধ্যযুগীয় কায়দায় সাংবাদিকদের ভেতরে রেখে চারদিকে আগুন দেওয়া এবং দমকল বাহিনীকে আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদের জীবন্ত পুড়িয়ে ফেলার চেষ্টা করা।” তিনি প্রশ্ন তোলেন, পৃথিবীর সভ্যতার এই পর্যায়ে এ ধরনের মধ্যযুগীয় বর্বরতা কীভাবে সম্ভব?

নূরুল কবীর আরও বলেন, সমাজে ভিন্নমত ও বৈচিত্র্য বজায় রাখা অত্যন্ত জরুরি। গণমাধ্যম যদি উচ্চকণ্ঠ না থাকে, তবে সমাজে অপরাধ ছড়িয়ে পড়ে। সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনোভাবেই অপরাধ হতে পারে না উল্লেখ করে তিনি গণমাধ্যমের সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মিলনে নোয়াব ও সম্পাদক পরিষদের সদস্য ছাড়াও অংশ নিয়েছেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া ঢাকার বাইরে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকগণ এই সম্মেলনে উপস্থিত হয়ে হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সংহতি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...