বিজ্ঞাপন
পদত্যাগকারী ওই নেতার নাম মো. সারাফত হোসেন খান (আশারত খান)। তিনি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সারাফত হোসেন খান বলেন, “একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রচলিত আইন, সংবিধান ও রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো আমার দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আমি স্বেচ্ছায় দলীয় সকল পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও উল্লেখ করেন, দলীয় কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ার পর তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে চান না। ভবিষ্যতেও তিনি দেশের আইন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থেকে সাধারণ জীবনযাপন করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...