বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পাথরঘাটা থানাধীন বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। জাটকা রক্ষা ও দেশের মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এই বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়।
অভিযানকালে জাটকা নিধনে ব্যবহৃত ৭টি অবৈধ বেহুন্দী জাল এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৯ লক্ষাধিক টাকা বলে মৎস্য বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত জালগুলো সরকারি বিধি মোতাবেক নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে মৎস্য বিভাগের কর্মকর্তাদের সাথে সক্রিয়ভাবে অংশ নেন কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান, এসআই মাহমুদুর রহমান ও এএসআই নুরুল ইসলামসহ নৌ-পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক জানান, দেশের রুপালি ইলিশের ভাণ্ডার রক্ষায় এবং জাটকা নিধন বন্ধে প্রশাসনের এই কড়া নজরদারি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। যারা আইন অমান্য করে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...