বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার হামছায়াপুরস্থ দলীয় কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলার প্রায় পাঁচ শতাধিক রোকনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ মানছুরুর রহমান। তিনি তাঁর বক্তব্যে রোকনদের নৈতিক ও সাংগঠনিক মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি আদর্শিক সংগঠনের মূল চালিকাশক্তি হলো এর প্রশিক্ষিত জনশক্তি। তাই অর্পিত দায়িত্ব পালনে সকলকে আরও সচেষ্ট হতে হবে।
দলীয় সূত্র জানায়, প্রতি দুই মাস অন্তর নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বিগত সময়ের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে সমাধানের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
শেরপুর উপজেলা জামায়াতের আমীর এবং শেরপুর-ধুনট নির্বাচনী এলাকায় জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ নাজমুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং শফিকুল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী অফিস সেক্রেটারি বজলুর রহমান, বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি মোঃ ইফতেখার আলম, শহর জামায়াতের আমীর আঃ খালেক এবং সাইফুল ইসলাম সাখাওয়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...