Logo Logo

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের দায়িত্বে কেন্দ্রীয় নেতা বনি আমিন


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে কেন্দ্রীয় নেতৃত্ব আসনভিত্তিক দায়িত্ব বণ্টন করেছে। তরুণদের শক্তি ও সাংগঠনিক সক্ষমতাকে কাজে লাগানোই মূল লক্ষ্য এই পদক্ষেপের।


বিজ্ঞাপন


এই নির্বাচনী কমিটির আওতায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক অংশ) এর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বৃহত্তর তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ত্যাগী ছাত্রনেতা বনি আমিন।

শুক্রবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের অফিসিয়াল প্যাডে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তির পর বনি আমিন জানান, বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ) এর পক্ষে নির্বাচনী প্রচারণা, জনসংযোগ এবং মাঠপর্যায়ের কার্যক্রমে তিনি সরাসরি নেতৃত্ব দেবেন। কেন্দ্র থেকে গঠিত টিম এবং স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সমন্বয়ে ভোটারদের কাছে পৌঁছানোই তাদের প্রধান লক্ষ্য।

বনি আমিন বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে গড়ে ওঠা ছাত্রদল মানুষের সঙ্গে মিশে কাজ করতে অভ্যস্ত। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের কোনো বাধা থাকবে না। দেশনেতা তারেক রহমানের মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের পক্ষে খেজুরগাছ মার্কায় ভোট চাইতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামব। আমাদের আচরণ ও কর্মসূচির মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রচিন্তা ও উন্নয়নের বাস্তব রূপরেখা জনগণের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ, জনগণের রায়ে জোট প্রার্থী বিজয়ী হবেন।”

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানান, এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক গতি বাড়ানো এবং তরুণ ভোটারদের সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ঐতিহ্যগতভাবে বিএনপি-সমর্থিত এলাকা হিসেবে পরিচিত। তাই এখানে ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণ জোট প্রার্থীর পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...