সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল ও সাধারণ সম্পাদক কালাম তালুকদার।
বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে ‘আমার দেশ’ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল সভাপতি এবং ‘দৈনিক ভোরের আলো’ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি কালাম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জয়ন্ত শিরালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই কমিটি ঘোষণা করেন।
নবগঠিত এই কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সহসভাপতি হিসেবে কামরুল হাসান (আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম)। এছাড়াও কোষাধ্যক্ষ পদে এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), দপ্তর সম্পাদক পদে হৃদয় হাওলাদার (কান্ট্রি টুডে) এবং প্রচার সম্পাদক হিসেবে মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা) দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) ও কামাল হাওলাদার (চৌকস)।
নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার নয়—এটি একটি সামাজিক দায়বদ্ধ পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে অবিচল থেকে কাজ করাই আমাদের মূল অঙ্গীকার। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কোটালীপাড়ার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...