বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার উলপুর ইউনিয়নের রাউতখামার ও উলপুর বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের পক্ষে মিনারুল শিকদারসহ ১০ জন কর্মী একটি মাহিন্দ্রা যোগে রাউতখামার গ্রামে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করতে যান। ৪ জন কর্মী রাস্তায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের সময় বিএনপি সমর্থক অন্তর মোল্লার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর চড়াও হয়। প্রচারণায় বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের এলোপাতাড়ি মারপিট করা হয়।
প্রাণভয়ে কামরুজ্জামান ভূঁইয়ার কর্মীরা দৌড়ে উলপুর বাজারের কালাম কাজীর দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে ঢুকেও পুনরায় তাদের মারধর করে। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে বৈলতলী পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীও ঘটনাস্থল পরিদর্শন করে। বৈলতলী ফাঁড়ির পরিদর্শক মোল্লা আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।"
পরিদর্শক মোল্লা আফজাল হোসেন আরও জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনী মাঠে এমন সহিংস ঘটনায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রচারণার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...