বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা সাধুপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত কাইয়ুম মোল্লা ওই গ্রামের মো. রোকন মোল্লার ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
মামলার এজাহার অনুযায়ী, কাইয়ুম মোল্লা ওই ২৮ বছর বয়সী প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি ওই যুবতী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত কাইয়ুমকে গ্রেপ্তার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "একাধিকবার ধর্ষণের ফলে ভুক্তভোগী প্রতিবন্ধী যুবতী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আজ শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"
তিনি আরও জানান, ভুক্তভোগী যুবতীকে উদ্ধার করে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...