Logo Logo

গোপালগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফসলি জমির ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দাদি ও নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন—তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার নাতি (সজিব সিকদারের ছেলে) সাইফান সিকদার (০৮) এবং তাদের প্রতিবেশী মৃত আলকাস সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষা করার জন্য বাড়ির পাশের জমিতে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ তৈরি করেছিলেন সজিব সিকদার। অসাবধানতাবশত সেই তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতির চিৎকার শুনে দাদি রাহেলা বেগম তাকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। তাদের দুজনকে ছটফট করতে দেখে প্রতিবেশী ইরান শিকদার উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিনিও মর্মান্তিক পরিণতি বরণ করেন। ঘটনাস্থলেই রাহেলা বেগম ও ইরান শিকদার মারা যান।

গুরুতর আহত অবস্থায় শিশু সাইফানকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রাম-বাংলায় প্রায়ই ফসলি জমিতে অরক্ষিত বৈদ্যুতিক তার ব্যবহারের কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটছে, যা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও সচেতনতার অভাবে ফের এমন দুর্ঘটনা ঘটল।

মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ধানের জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...