Logo Logo

ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়, যা বেলা ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে।

আজকের কার্যসূচিতে ৬১১ থেকে ৬৪৫ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি এর আগে বিভিন্ন কারণে পেন্ডিং বা অপেক্ষমাণ থাকা আপিল আবেদনগুলোর বিষয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে গতকাল শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনের শুনানিতে ১১২টি আবেদন গ্রহণ করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। মঞ্জুর হওয়া আবেদনের মধ্যে ৪৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে লড়াই করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ২টি আবেদনও মঞ্জুর হয়েছে।

শনিবারের শুনানিতে কমিশন ৩৭টি আপিল আবেদন না-মঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ২৪টি আবেদন বাতিল করা হয়। এ ছাড়া শুনানিকালে ৯টি আবেদন প্রত্যাহার করা হয়েছে এবং ২ জন আবেদনকারী অনুপস্থিত ছিলেন। ১৯টি আবেদন কমিশন অপেক্ষমাণ রেখেছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, আজ ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন। প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর আগামী ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। সব প্রস্তুতি শেষে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সারাদেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...