Logo Logo

মধুখালীতে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


Splash Image

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরাফাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক আটটার দিকে উপজেলার নওপাড়া রাস্তার মোড় সংলগ্ন সাব্বিরের ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আরাফাত উপজেলার নওপাড়া গ্রামের কিবরিয়ার ছেলে। তিনি কর্মজীবনের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আরাফাত মোটরসাইকেল যোগে নিজ গ্রাম নওপাড়া থেকে কর্মস্থল ‘জুবায়ের ফুটওয়্যারে’ যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর আরাফাতকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ও মেধাবী এই সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও শোকাতুর পরিবেশ বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...