Logo Logo

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন


Splash Image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা দেড় লাখ পুলিশ সদস্য যদি সঠিক পেশাদারিত্বের পরিচয় দেন, তবে দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন।


বিজ্ঞাপন


রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে পুলিশের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন না। এমনকি কোনো প্রার্থীর প্রতিনিধির পক্ষ থেকে সরবরাহ করা খাবারও গ্রহণ করা যাবে না।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিবেশী দেশগুলোর সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র এলেও সেগুলো উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। দেশে বর্তমানে জঙ্গিবাদের তৎপরতা নেই বললেই চলে। তবে কিছু ‘ফ্যাসিস্ট জঙ্গি’ বর্তমানে বিদেশে অবস্থান করছে বলে তিনি মন্তব্য করেন।

বিদেশে অবস্থানরত এসব ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে পলাতক ফ্যাসিস্ট জঙ্গিগুলোকে দেশে ফেরত এনে বিচারের জন্য আইনের মুখোমুখি করা হবে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...