রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক এক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কার প্রক্রিয়ায় অংশীজনদের সাথে আলোচনা না করার অভিযোগ নাকচ করে দিয়ে আসিফ নজরুল বলেন, “অনেকে বলেন সরকার কারও সঙ্গে পরামর্শ করেনি, যা হাস্যকর। যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তারা যে পর্যায়ে আলোচনা করেছে, তা ১৯৭২ সালের সংবিধান প্রণয়নকালেও করা হয়নি।”
নাগরিক সমাজের প্রতিনিধিদের গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিক সমাজের পক্ষ থেকে যেসব প্রস্তাব আসে, তার অন্তত ৬০ শতাংশ গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার এবং সত্য বলার অনুরোধ জানান।
বিচারক নিয়োগ প্রসঙ্গে আইন উপদেষ্টা কড়া বার্তা দিয়ে বলেন, “শুধুমাত্র ১০ বছর ‘জয় বাংলা’ আর ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিলে বিচারক হওয়া যাবে না। উচ্চ আদালতেও কিছু সংস্কার প্রয়োজন, যা উচ্চ আদালত থেকেই সম্পন্ন হবে।”
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হয়েছে জানিয়ে আসিফ নজরুল বলেন, আইনের শাসন বা ‘রুল অব ল’ পুরোপুরি প্রতিষ্ঠিত হতে আরও ৫ থেকে ১০ বছর সময় লাগবে। আমরা সংস্কারের পথে এগিয়েছি এবং নির্বাচিত সরকার এই ধারা বজায় রাখলে জনগণ এর সুফল পাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...