বিজ্ঞাপন
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নাড়ুয়া গোয়ালদী এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে স্থানীয় একটি কালভার্টের নিচে একটি সন্দেহভাজন ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ তল্লাশি করে ভেতরে চারটি শক্তিশালী ককটেল দেখতে পান অভিযানকারীরা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসুল সামদানী আজাদ জানান, উদ্ধারকৃত ককটেলগুলো বর্তমানে নিরাপত্তার স্বার্থে একটি বালতি ভর্তি পানির মধ্যে রাখা হয়েছে। বিষয়টি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটকে জানানো হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ সদস্যরা ঘটনাস্থলে এসে ককটেলগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করবেন।
ওসি আরও জানান, এই ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেলগুলো জনবহুল এলাকার কালভার্টের নিচে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে একটি আইনগত মামলা দায়েরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
এদিকে, কালভার্টের নিচে ককটেল পাওয়ার খবরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে যৌথবাহিনীর তাৎক্ষণিক ও সফল অভিযানের ফলে এলাকায় এখন স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...