Logo Logo

ডিআইজি রেজাউল করিম মল্লিক

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে প্রশাসন


Splash Image

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশ ও জেলা প্রশাসন পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন যা যা করণীয় তার সবকিছুই করবে।


বিজ্ঞাপন


রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আরিফ উজ জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মল্লিক বলেন, “আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এটি আমাদের পেশাগত দায়িত্ব এবং দেশের প্রতি অঙ্গীকার। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব।”

তিনি আরও বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য। জননিরাপত্তায় বিঘ্ন ঘটে এমন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের মানুষকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা পুরোপুরি সক্ষম হবো।”

সমন্বয় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আরিফ উজ জামান প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেসি ও আইনগত পদক্ষেপের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারসহ রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কৌশলগত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...