Logo Logo

টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তৌহিদুল বিশ্বাস নামে এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার বর্ণি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃত তৌহিদুল বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করা হয়। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিলের মাধ্যমে জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার পরদিন অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া থানায় এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

ওসি আরও জানান, তদন্তে পাকুরতিয়া বাজারের সেই মশাল মিছিলে তৌহিদুল বিশ্বাসের সংশ্লিষ্টতা পাওয়ায় রোববার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এদিন বিকালেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...