Logo Logo

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের


Splash Image

মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের ৬ আরোহী নিহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর মিলগেইট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সার্বিক পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস মিলগেইট এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইজিবাইককে সজোরে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। আহত আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বর্তমানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হতাহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...