বিজ্ঞাপন
রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই সভায় নির্বাচনের প্রস্তুতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. আঃ সালাম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মো. জাফর আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান এবং কার্বারীরাই সাধারণ মানুষের সবচেয়ে কাছের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় তাদের মাধ্যমেই সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে আসার পরিবেশ তৈরি করতে হবে। সভায় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. ইসহাকসহ অন্যান্য নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
বক্তারা উল্লেখ করেন যে, দীর্ঘদিন পর অবাধে ভোট দেওয়ার সুযোগ আসায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে দুর্গম পাহাড়ি এলাকার ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যাতায়াতের জন্য নৌকা, বোট বা যানবাহনের অভাব এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার মতো সমস্যাগুলো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে এবং ভোটারদের যাতায়াতে সহায়তা করতে বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে কাজ করার আশ্বাস দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সরদার, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা, যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দীন এবং দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...