বিজ্ঞাপন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন সাহেব (দা.বা.)। এছাড়াও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী সাহেব (দা.বা.), সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান সাহেব (দা.বা.), সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দীন সাহেব (দা.বা.), যুগ্ম-মহাসচিব মীর মুহাম্মদ আনিস সাহেব (দা.বা.) এবং বোর্ডের সম্মানিত সদস্য মাওলানা ওসমান শাহনগরী সাহেব (দা.বা.)।
অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়ে ক্বেরামদের মধ্যে উপস্থিত ছিলেন শোলকবহর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা হারুন সাহেব (দা.বা.) এবং চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদরাসার পরিচালক মাওলানা নিজাম উদ্দীন সাহেব (দা.বা.) প্রমুখ।
বোর্ডের সিনিয়র প্রশিক্ষক-পরিদর্শক মাওলানা মনজুরুল ইসলাম ও মাওলানা কামরুল ইসলাম সাহেবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলিপুর নূরানী মাদরাসার ছাত্র এবং মেধা তালিকায় ১ম স্থান অধিকারী জিহাদ আল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
প্রশিক্ষক-পরিদর্শকদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবুল হাশেম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবছার কামাল, মাওলানা শাহরিয়ার শরীফ, মাওলানা ফজলে রাব্বী, মাওলানা নোমান মেখলী, মাস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা মোখতার হোসাইন সহ বোর্ডের অন্যান্য প্রশিক্ষক-পরিদর্শক ও কর্মকর্তাবৃন্দ।
বক্তারা বলেন, নূরানী শিক্ষা পদ্ধতি শিশুদের দ্বীনি শিক্ষার ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়ার মাধ্যমে তাদের আগামী দিনের পথচলায় উৎসাহ প্রদান করা হয়। কেন্দ্রীয় পরীক্ষায় সাফল্যের ধারা বজায় রাখায় সকল মাদরাসা কর্তৃপক্ষ ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান বোর্ড নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...