Logo Logo

মনোহরদীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে জরিমানা


Splash Image

নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারে অবস্থিত একটি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে সংশ্লিষ্ট বেকারিকে আর্থিক জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন করা হচ্ছে এবং বিক্রির উদ্দেশ্যে সেগুলো সংরক্ষণ করা হয়েছে। এসব অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর বিভিন্ন ধারায় বেকারি কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ। অভিযানে জেলা প্রশাসনের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক সূফি পারভেজসহ মনোহরদী থানা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল সংবাদমাধ্যমকে জানান, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...