Logo Logo

দ্বৈত নাগরিকত্বের জটিলতা কাটিয়ে নির্বাচনি মাঠে ফিরলেন ডাঃ ফজলুল হক


Splash Image

নির্বাচন কমিশনের (ইসি) দীর্ঘ শুনানি ও রিভিউ পিটিশন শেষে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) পূর্ণাঙ্গ শুনানি শেষে কমিশন এই রায় প্রদান করে।


বিজ্ঞাপন


এর আগে, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ডা. ফজলুল হকের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে গত ১২ জানুয়ারি শুনানির পর তাঁর আপিল নামঞ্জুর করা হয়। পরবর্তীতে ইসি’র ওই বাতিল আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন ডা. ফজলুল হক। আজ দীর্ঘ শুনানি শেষে কমিশন তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে রায় দেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গতকাল আপিল শুনানির শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের বিষয়ে নমনীয় অবস্থান গ্রহণ করে ইসি। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, যারা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন, তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যমতে, দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় থাকা মোট ২৩ জন প্রার্থীর মধ্যে ২০ জনের নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করেছে কমিশন। বাকিদের মধ্যে দুজনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে এবং একজনের রায় স্থগিত রাখা হয়েছে। এই নীতিমালার আলোকেই ডা. এ কে এম ফজলুল হক তাঁর প্রার্থিতা ফিরে পেলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...