Logo Logo

ফুলগাজীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক


Splash Image

ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ সাজিদ মাহমুদ চৌধুরী (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) উপজেলার মুন্সিরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আটককৃত সাজিদ মাহমুদ চৌধুরী ফুলগাজী উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) মো. হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মুন্সিরহাট বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে সাজিদকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফুলগাজী থানা পুলিশ জানিয়েছে, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিস্তার রোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...