Logo Logo

ফেনীতে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র গুরুতর আহত


Splash Image

ফেনী শহরে কোচিং শেষে বাড়ি ফেরার পথে কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় মিনহাজ নামের এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের দিঘির পাড় এলাকায় এই সংহিসতার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত মিনহাজ ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ভিকটিমদের ভাষ্যমতে, দুপুরে কোচিং শেষ করে মিনহাজ ও তাঁর কয়েকজন সহপাঠী দিঘির পাড় এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁরা নিজেদের মধ্যে ছবি তোলা ও হাসি-তামাশা করছিলেন। এই সময় হঠাৎ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ২০ জন কিশোরের একটি দল তাঁদের ওপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। হামলায় মিনহাজ গুরুতর জখম হন এবং তাঁর সাথে থাকা আরও তিন-চারজন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে কেউ জিয়াউল হক (হাজারী) কলেজ ও ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী এবং কয়েকজন অছাত্রও রয়েছে। ভিকটিমদের দাবি, সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে হামলাকারীদের ‘ইগো’তে আঘাত লাগায় তারা এই বর্বর আক্রমণ চালায়।

এদিকে, দিঘির পাড় এলাকায় প্রতিদিন কিশোরদের আড্ডা ও ক্রমবর্ধমান সন্ত্রাসী কার্যক্রমে চরম উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাঁদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই এ ধরনের সহিংসতার ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এই ঘটনার পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাঁরা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার এবং প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...